পশ্চিমবঙ্গ

west bengal

আসছে 'চরিত্রহীন' পার্ট ২

By

Published : Apr 5, 2019, 5:48 PM IST

Updated : Apr 5, 2019, 7:02 PM IST

জনপ্রিয়তার কথা মাথাই রেখে এবার আসছে 'চরিত্রহীন' পার্ট ২।

চরিত্রহীন

কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'চরিত্রহীন' উপন্যাসের 100 বছর পূর্তিতে পরিচালক দেবালয় ভট্টাচার্য দর্শকের জন্য নিয়ে এসেছিলেন 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়। এই ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল নয়না গাঙ্গুলিকে । অন্যান্য চরিত্রে ছিলেন গৌরব চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, অঙ্কিতা মজুমদার সহ আরও অনেককে। ওয়েব সিরিজ়টি যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই জনপ্রিয় হয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথাই রেখে এবার আসছে 'চরিত্রহীন' পার্ট ২।

এবারও ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। সূত্র মারফত জানা যাচ্ছে, এবারও এই চরিত্রহীন পার্ট ২ ওয়েব সিরিজ়ে প্রধান চরিত্রে অভিনয় করবেন নয়না গাঙ্গুলিই। এছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন সৌরভ দাস‌, সায়নী ঘোষ।

এর আগের 'চরিত্রহীন' ওয়েব সিরিজ়ে দর্শক দেখেছিলেন যে নয়না তাঁর স্বামী গৌরবকে খুন করে। আর এবার দেখা যাবে নয়না নতুন করে নিজের জীবন শুরু করে। কিরণময়ী মানে নয়না গাঙ্গুলি এবারও ধরা দেবেন তাঁর বোল্ড অবতারে। এখন অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের।

Last Updated : Apr 5, 2019, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details