ETV Bharat / snippets

আরজি করের প্রতিবাদে মধ্যেই তৃতীয় 'অভয়া ক্লিনিক' রায়গঞ্জ মেডিক্যালে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 4:15 PM IST

ABHAYA CLINIC RAIGANJ MEDIACL
রায়গঞ্জ মেডিক্যালে অভয়া ক্লিনিক (ইটিভি ভারত)

আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মধ্যেই 'অভয়া ক্লিনিক'-এ পরিষেবা দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল 'অভয়া ক্লিনিক'। উত্তর দিনাজপুরে এই ক্লিনিক প্রথম চালু হয় চলতি মাসের 8 তারিখ ৷ এখানে জুনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ৷ বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানারও চেষ্টা করছেন। চিকিৎসক মহিবুল রহমান বলেন, "রবিবার হাসপাতালে আউটডোর বন্ধ থাকে ৷ আরজি করে কর্মরত চিকিৎসককে ধর্ষন করে খুন করা হয়েছে 35 দিন হয়ে গেল এখনও তার বিচার হল না। তবে আমরা এখনও আশা রাখছি।"

আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মধ্যেই 'অভয়া ক্লিনিক'-এ পরিষেবা দিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে শুরু হয়েছিল 'অভয়া ক্লিনিক'। উত্তর দিনাজপুরে এই ক্লিনিক প্রথম চালু হয় চলতি মাসের 8 তারিখ ৷ এখানে জুনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে ৷ বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন নিয়ে মানুষের মতামত জানারও চেষ্টা করছেন। চিকিৎসক মহিবুল রহমান বলেন, "রবিবার হাসপাতালে আউটডোর বন্ধ থাকে ৷ আরজি করে কর্মরত চিকিৎসককে ধর্ষন করে খুন করা হয়েছে 35 দিন হয়ে গেল এখনও তার বিচার হল না। তবে আমরা এখনও আশা রাখছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.