ETV Bharat / snippets

বাঁশদ্রোণীতে নিহতের পরিবারকে 5-10 লক্ষ টাকা দেওয়া উচিত সরকারের, দাবি শুভঙ্কর সরকারের

SHUBHANKAR SARKAR
সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 8:47 PM IST

বাঁশদ্রোণী-কাণ্ডে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ৷ তাঁর দাবি, ওই দুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে ৷ 5 থেকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের তরফে দেওয়া উচিত বলেও তিনি দাবি করেছেন ৷ তিনি জানান, পুজোর ঠিক আগে কারও অসতর্কতার কারণে পথ দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নীরব । তাঁর আরও দাবি, চালকের অসতর্কতায় স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যু হয়েছে । কিন্তু সেখানকার তৃণমূল কংগ্রেস নেতারা স্থানীয় বাসিন্দাদের কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা করছেন । এ দিন কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এক সাংবাদিক বৈঠক থেকেই এই দাবি তোলেন শুভঙ্কর সরকার ৷

বাঁশদ্রোণী-কাণ্ডে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ৷ তাঁর দাবি, ওই দুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে ৷ 5 থেকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের তরফে দেওয়া উচিত বলেও তিনি দাবি করেছেন ৷ তিনি জানান, পুজোর ঠিক আগে কারও অসতর্কতার কারণে পথ দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নীরব । তাঁর আরও দাবি, চালকের অসতর্কতায় স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যু হয়েছে । কিন্তু সেখানকার তৃণমূল কংগ্রেস নেতারা স্থানীয় বাসিন্দাদের কণ্ঠস্বর চাপা দেওয়ার চেষ্টা করছেন । এ দিন কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধানভবনে এক সাংবাদিক বৈঠক থেকেই এই দাবি তোলেন শুভঙ্কর সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.