ETV Bharat / snippets

বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার রিভলবার-কার্তুজ, চাঞ্চল্য অণ্ডালে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 8:06 PM IST

Andal Airport
দুই যাত্রীকে অণ্ডাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় (ইটিভি ভারত)

Andal Airport: অণ্ডাল বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ।‌ ধৃত দু'জন বীরভূমের বাসিন্দা বলে খবর। বৃহস্পতিবার মুম্বই যাওয়ার বিমান ধরতে অণ্ডালের বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহম্মদ ইকবাল নামের দুই যাত্রী । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা। যাত্রীদের সঙ্গে ছিল 4টি ব্যাগ । তল্লাশির সময় ওই ব্যাগ থেকে একটি দেশি রিভলবার ও 6 রাউন্ড কার্তুজ পাওয়া যায় । বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র-সহ ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অণ্ডাল থানার পুলিশের হাতে ৷

Andal Airport: অণ্ডাল বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ।‌ ধৃত দু'জন বীরভূমের বাসিন্দা বলে খবর। বৃহস্পতিবার মুম্বই যাওয়ার বিমান ধরতে অণ্ডালের বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহম্মদ ইকবাল নামের দুই যাত্রী । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা। যাত্রীদের সঙ্গে ছিল 4টি ব্যাগ । তল্লাশির সময় ওই ব্যাগ থেকে একটি দেশি রিভলবার ও 6 রাউন্ড কার্তুজ পাওয়া যায় । বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র-সহ ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অণ্ডাল থানার পুলিশের হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.