Gambling Case in Siliguri: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ির মধ্যে চলছিল জুয়ার আসর । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সেখানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷ বাড়ির মালিক প্রকাশ সিং-সহ 11 জনকে গ্রেফতার করেছে ৷ শিলিগুড়ি 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়িতে কয়েকদিন ধরে চলছিল জুয়ার আসর ৷ শহরের বিভিন্ন অঞ্চল থেকে যুবকদের আনাগোনা হত। এরপরই ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ । অভিযানে উদ্ধার হয় নগদ 42 হাজার টাকা উদ্ধার হয়েছে । মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার 11 জন
Published : May 28, 2024, 7:00 PM IST
Gambling Case in Siliguri: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ির মধ্যে চলছিল জুয়ার আসর । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সেখানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷ বাড়ির মালিক প্রকাশ সিং-সহ 11 জনকে গ্রেফতার করেছে ৷ শিলিগুড়ি 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়িতে কয়েকদিন ধরে চলছিল জুয়ার আসর ৷ শহরের বিভিন্ন অঞ্চল থেকে যুবকদের আনাগোনা হত। এরপরই ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ । অভিযানে উদ্ধার হয় নগদ 42 হাজার টাকা উদ্ধার হয়েছে । মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।