তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র-সহ অন্তঃরাজ্য ডাকাতি দলের 6 সদস্যকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে 6টি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে । অভিযুক্তদের মধ্যে 3 জনের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকায় এবং বাকি 3 জন ঝাড়খণ্ডের বাসিন্দা । শুক্রবার তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তুলবে পুলিশ। ডাকাতদলের সদস্যদের টিআই প্যারেডের আবেদন জানান হবে । উল্লেখ্য, 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর, আদ্রা থানার সুভাষনগর, আড়ষা থানার সেনাবনা এবং পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটে । সেই সমস্ত ঘটনায় ধৃতরা জড়িত বলে দাবি পুলিশের ৷
পুরুলিয়ায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 6 ডাকাত
Published : Jun 28, 2024, 9:01 AM IST
তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র-সহ অন্তঃরাজ্য ডাকাতি দলের 6 সদস্যকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে 6টি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে । অভিযুক্তদের মধ্যে 3 জনের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকায় এবং বাকি 3 জন ঝাড়খণ্ডের বাসিন্দা । শুক্রবার তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তুলবে পুলিশ। ডাকাতদলের সদস্যদের টিআই প্যারেডের আবেদন জানান হবে । উল্লেখ্য, 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর, আদ্রা থানার সুভাষনগর, আড়ষা থানার সেনাবনা এবং পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটে । সেই সমস্ত ঘটনায় ধৃতরা জড়িত বলে দাবি পুলিশের ৷