লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার আওতায় পার্থহীন বেহালা পশ্চিম বিধানসভার প্রতিনিধি হিসেবে বৈশ্যনর চট্টোপাধ্যায় অথবা দলের পুরোনো সৈনিক তারক সি-এর পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন অঞ্জন দাসের ওপর ৷ অঞ্জন কলকাতা পুরসভার 14 নং বরোর চেয়ারম্যান সংহতি দাসের স্বামী ও প্রাক্তন পৌরপ্রতিনিধি । অতীতে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়েরও মূল ইলেকশন এজেন্ট ছিলেন তিনি । কিন্তু, বর্ষীয়ান নেতাদের বদলে অঞ্জনেই ভরসা রাখলেন কেন নেত্রী ? উত্তরে অঞ্জন বলছেন, "আমি এই বিধানসভার তরফে আমার দলীয় প্রার্থীর প্রতিনিধি । এর বাইরে আমাকে অন্য কিছু ভাববেন না । আর যা শুনছেন, সব ভুল ৷"
পার্থহীন বেহালা পশ্চিমে ভোট করাতে অঞ্জনে ভরসা মমতার
Published : May 21, 2024, 6:42 PM IST
লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার আওতায় পার্থহীন বেহালা পশ্চিম বিধানসভার প্রতিনিধি হিসেবে বৈশ্যনর চট্টোপাধ্যায় অথবা দলের পুরোনো সৈনিক তারক সি-এর পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন অঞ্জন দাসের ওপর ৷ অঞ্জন কলকাতা পুরসভার 14 নং বরোর চেয়ারম্যান সংহতি দাসের স্বামী ও প্রাক্তন পৌরপ্রতিনিধি । অতীতে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়েরও মূল ইলেকশন এজেন্ট ছিলেন তিনি । কিন্তু, বর্ষীয়ান নেতাদের বদলে অঞ্জনেই ভরসা রাখলেন কেন নেত্রী ? উত্তরে অঞ্জন বলছেন, "আমি এই বিধানসভার তরফে আমার দলীয় প্রার্থীর প্রতিনিধি । এর বাইরে আমাকে অন্য কিছু ভাববেন না । আর যা শুনছেন, সব ভুল ৷"