ETV Bharat / snippets

প্রতিবেশীকে খুনে ফাঁসির সাজা জলপাইগুড়ি আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 9:13 PM IST

Jalpaiguri Court
জলপাইগুড়ি আদালত (নিজস্ব চিত্র)

Death Sentence: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পূর্ব চয়নপাড়ায় 2023 সালের 6 জুন রামদা দিয়ে কোপ দিয়ে খুন করা হয় স্বপন বর্মন নামে এক যুবককে ৷ খুনের অভিযোগে সেই সময় গ্রেফতার করা হয় স্বপনের প্রতিবেশী নিরঞ্জন মণ্ডলকে ৷ মামলায় 5 জন প্রত্যক্ষদর্শী-সহ 18 জন সাক্ষ্য দেয় ৷ মঙ্গলবার এই মামলায় নিরঞ্জনকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ বুধবার তাকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত ৷ নিহতের বোন লক্ষ্মী দাস বলেন, ‘‘নিরঞ্জন মণ্ডল আমার দাদার সঙ্গে কাজ করত । নেশা করত বলে দাদা ওকে কাজ থেকে বের করে দেয় । সেই আক্রোশেই দাদাকে খুন করে ৷ আজ বিচার পেলাম ৷’’

Death Sentence: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পূর্ব চয়নপাড়ায় 2023 সালের 6 জুন রামদা দিয়ে কোপ দিয়ে খুন করা হয় স্বপন বর্মন নামে এক যুবককে ৷ খুনের অভিযোগে সেই সময় গ্রেফতার করা হয় স্বপনের প্রতিবেশী নিরঞ্জন মণ্ডলকে ৷ মামলায় 5 জন প্রত্যক্ষদর্শী-সহ 18 জন সাক্ষ্য দেয় ৷ মঙ্গলবার এই মামলায় নিরঞ্জনকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ বুধবার তাকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত ৷ নিহতের বোন লক্ষ্মী দাস বলেন, ‘‘নিরঞ্জন মণ্ডল আমার দাদার সঙ্গে কাজ করত । নেশা করত বলে দাদা ওকে কাজ থেকে বের করে দেয় । সেই আক্রোশেই দাদাকে খুন করে ৷ আজ বিচার পেলাম ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.