আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা । রবিবার বিকেলে বারাসতের সরমা হলের সামনে থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কলোনি মোড়ে । প্ল্যাকার্ড হাতে শঙ্খ বাজিয়ে গানের তালে এদিন প্রতিবাদে সরব হন প্রাক্তনীর । এই বিষয়ে প্রাক্তনী মিন্টু আচার্য জানান, আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক । তাঁদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হয় । শুধু সন্দীপ ঘোষ কিংবা টালা থানার ওসিকে গ্রেফতার করে থেমে থাকলেই হবে না ৷ পাশাপাশি নারীদের নিরাপত্তার ব্যবস্থাও যেন জোরদার করা হয় যাতে তাঁরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে ।
আরজি কর-কাণ্ডে শঙ্খ বাজিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে বারাসত কলেজের প্রাক্তনীরা
Published : Sep 15, 2024, 9:12 PM IST
আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন বারাসত কলেজের প্রাক্তনীরা । রবিবার বিকেলে বারাসতের সরমা হলের সামনে থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় কলোনি মোড়ে । প্ল্যাকার্ড হাতে শঙ্খ বাজিয়ে গানের তালে এদিন প্রতিবাদে সরব হন প্রাক্তনীর । এই বিষয়ে প্রাক্তনী মিন্টু আচার্য জানান, আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক । তাঁদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হয় । শুধু সন্দীপ ঘোষ কিংবা টালা থানার ওসিকে গ্রেফতার করে থেমে থাকলেই হবে না ৷ পাশাপাশি নারীদের নিরাপত্তার ব্যবস্থাও যেন জোরদার করা হয় যাতে তাঁরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে ।