শুয়ারের আক্রমণে গুরুতর আহত পাঁচ কৃষক। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের রানিতলা থানার নির্মলচর এলাকায় জমিতে পাট কাটার উদ্দেশ্যে গিয়েছিলেন কৃষকরা। কাজ করার সময় হঠাৎ শুয়োরের একটি পাল এসে তাঁদের উপর আক্রমণ করে। এই ঘটনায় ওই চাষের জমিতে থাকা পাঁচজন কৃষককে কামড়ে দেয় শুয়োরগুলি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সীমান্তে চাষের কাজ গিয়ে পশুর আক্রমণে আহত 5
Published : Aug 3, 2024, 9:06 PM IST
|Updated : Aug 3, 2024, 9:19 PM IST
শুয়ারের আক্রমণে গুরুতর আহত পাঁচ কৃষক। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তের রানিতলা থানার নির্মলচর এলাকায় জমিতে পাট কাটার উদ্দেশ্যে গিয়েছিলেন কৃষকরা। কাজ করার সময় হঠাৎ শুয়োরের একটি পাল এসে তাঁদের উপর আক্রমণ করে। এই ঘটনায় ওই চাষের জমিতে থাকা পাঁচজন কৃষককে কামড়ে দেয় শুয়োরগুলি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।