ETV Bharat / snippets

পূর্বরেলের 'ননহে ফরিস্তে' অভিযান, উদ্ধার 11 নাবালক

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 3:33 PM IST

MINOR RESCUE
পূর্ব রেলের তৎপরতায় উদ্ধার 11 নাবালক (Etv Bharat)

পূর্বরেলের 'ননহে ফরিস্তে' অভিযানে 11 জন নাবালককে উদ্ধার করল পূর্ব রেল। গোপন সূত্রে খবর পেয়ে দু’টি বিশেষ অভিযান করে পূর্বরেল ৷ সেই অভিযানে হাওড়া ও আসানসোল বিভাগ থেকে 11 জন নাবালককে উদ্ধার করেছে পূর্ব রেলের আরপিএফ আধিকারিকরা। চলতি মাসের 5 তারিখে আসানসোল বিভাগের জেসিডি স্টেশন থেকে 10 জন নাবালক শিশুকে উদ্ধার করে গোড্ডার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছেন আরপিএফ আধিকারিকরা। হাওড়া বিভাগের শেওড়াফুলি স্টেশন থেকে উদ্ধার হওয়া এক নাবালককে নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে কথা বলে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন, তাদের পরিবারের সম্মতিতে মাদ্রাসাতে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷

পূর্বরেলের 'ননহে ফরিস্তে' অভিযানে 11 জন নাবালককে উদ্ধার করল পূর্ব রেল। গোপন সূত্রে খবর পেয়ে দু’টি বিশেষ অভিযান করে পূর্বরেল ৷ সেই অভিযানে হাওড়া ও আসানসোল বিভাগ থেকে 11 জন নাবালককে উদ্ধার করেছে পূর্ব রেলের আরপিএফ আধিকারিকরা। চলতি মাসের 5 তারিখে আসানসোল বিভাগের জেসিডি স্টেশন থেকে 10 জন নাবালক শিশুকে উদ্ধার করে গোড্ডার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছেন আরপিএফ আধিকারিকরা। হাওড়া বিভাগের শেওড়াফুলি স্টেশন থেকে উদ্ধার হওয়া এক নাবালককে নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটির হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে কথা বলে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন, তাদের পরিবারের সম্মতিতে মাদ্রাসাতে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.