ETV Bharat / snippets

কলেজ স্ট্রিটে আরজি কর ঘটনার সমাবেশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 5:53 PM IST

RG KAR PROTEST
শঙ্খ মিছিল নাগরিক সামাজিক সংগঠনের (ইটিভি ভারত)

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার আজ 36 দিন ৷ রাজ্য, শহর থেকে শহরতলি চলছে প্রতিবাদ ৷ চারিদিকে স্লোগান মুখরিত হচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস' বা 'জাস্টিস ফর আরজি কর' ৷ এবার নাগরিক সামাজিক সংগঠন প্রতিবাদ মিছিলে সামিল হল ৷ কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে শ্যাম বাজার মোড়ে গিয়ে শেষ হয় তাদের মিছিল ৷ তাঁরা দাবি তোলেন, ঘটনার একমাস পেরিয়ে গিয়েছে তাও দোষী অধরা ৷ শাস্তি কবে হবে? এদিন শঙ্খ বাজিয়ে তাঁরা মিছিল করেন ৷ উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ।

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার আজ 36 দিন ৷ রাজ্য, শহর থেকে শহরতলি চলছে প্রতিবাদ ৷ চারিদিকে স্লোগান মুখরিত হচ্ছে, 'উই ওয়ান্ট জাস্টিস' বা 'জাস্টিস ফর আরজি কর' ৷ এবার নাগরিক সামাজিক সংগঠন প্রতিবাদ মিছিলে সামিল হল ৷ কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে শ্যাম বাজার মোড়ে গিয়ে শেষ হয় তাদের মিছিল ৷ তাঁরা দাবি তোলেন, ঘটনার একমাস পেরিয়ে গিয়েছে তাও দোষী অধরা ৷ শাস্তি কবে হবে? এদিন শঙ্খ বাজিয়ে তাঁরা মিছিল করেন ৷ উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.