সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা । রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শুক্রবার আংশিক কর্মবিরতি পালন করলেন তৃণমূল, কংগ্রেস ও বামপন্থী আইনজীবীরা। এদিন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপনের কাজে কর্মবিরতি পালনের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত ছিলেন হাইকোর্টের আইনজীবীমহল ৷ যদিও কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সর্বসন্মতিক্রমে আংশিক কর্মবিরতিতে জরুরি মামলার শুনানিগুলি সেরে নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এরপর বেলা বাড়তেই পরিকল্পনামাফিক আদালতের কাজ চলে ৷ এদিন, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ চিট ফাণ্ড সংক্রান্ত মামলার শুনানি করেছে। বিচারপতিরা এজলাসে হাজির হয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলি সেরে উঠে যান।
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন হাইকোর্টে আইনজীবীদের
Published : Aug 9, 2024, 7:53 PM IST
সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা । রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শুক্রবার আংশিক কর্মবিরতি পালন করলেন তৃণমূল, কংগ্রেস ও বামপন্থী আইনজীবীরা। এদিন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপনের কাজে কর্মবিরতি পালনের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত ছিলেন হাইকোর্টের আইনজীবীমহল ৷ যদিও কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সর্বসন্মতিক্রমে আংশিক কর্মবিরতিতে জরুরি মামলার শুনানিগুলি সেরে নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এরপর বেলা বাড়তেই পরিকল্পনামাফিক আদালতের কাজ চলে ৷ এদিন, বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ চিট ফাণ্ড সংক্রান্ত মামলার শুনানি করেছে। বিচারপতিরা এজলাসে হাজির হয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলি সেরে উঠে যান।