ETV Bharat / snippets

আগরপাড়া জুট মিল মামলার তদন্তভার সিবিআই-কে দিল হাইকোর্ট

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 4:28 PM IST

আগরপাড়া জুট মিলের জমি দখল এবং জুটের পণ্য পাচার মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, পুলিশকে ওই তদন্ত কেন্দ্রীয় এজেন্সিকে হস্তান্তর করতে হবে । আগামী 11 নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে হবে আদালতকে । অভিযোগ, গত 3 অগস্ট সন্ধে সাড়ে 7টা নাগাদ প্রায় 40-50 জনের দুষ্কৃতীর দল আগরপাড়া জুট মিলে জোরপূর্বক ঢুকে ম্যানেজার-সহ অন্যান্যদের মারধর করে এবং প্রায় দেড় কোটি টাকার জুট বেল লরিতে করে বরানগর জুট মিলে নিয়ে চলে যায় । পুলিশের কাছে কর্তৃপক্ষ অভিযোগও দায়ের করে । পরে ওই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয় জুট মিল কর্তৃপক্ষ ।

আগরপাড়া জুট মিলের জমি দখল এবং জুটের পণ্য পাচার মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, পুলিশকে ওই তদন্ত কেন্দ্রীয় এজেন্সিকে হস্তান্তর করতে হবে । আগামী 11 নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে সিবিআইকে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিতে হবে আদালতকে । অভিযোগ, গত 3 অগস্ট সন্ধে সাড়ে 7টা নাগাদ প্রায় 40-50 জনের দুষ্কৃতীর দল আগরপাড়া জুট মিলে জোরপূর্বক ঢুকে ম্যানেজার-সহ অন্যান্যদের মারধর করে এবং প্রায় দেড় কোটি টাকার জুট বেল লরিতে করে বরানগর জুট মিলে নিয়ে চলে যায় । পুলিশের কাছে কর্তৃপক্ষ অভিযোগও দায়ের করে । পরে ওই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয় জুট মিল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.