ETV Bharat / snippets

বাজেয়াপ্ত অবৈধ ওষুধ-ফেনসিডিল-গাঁজা-ভারতীয় মুদ্রা, বিএসএফের হাতে গ্রেফতার 1

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 8:14 PM IST

INDIA BANGLADESH BORDER
বাজেয়াপ্ত জিনিস (ইটিভি ভারত)

বিএসএফ জওয়ানরা উত্তর 24 পরগনা, নদিয়া এবং মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চোরাচালান আটকাল ৷ 50 প্যাকেটে (25টি বাক্স) 3 ধরনের ক্যানসারের ওষুধ-সহ একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনটি প্যাকেটে ওসিমার্ট ট্যাব 25 বাক্স, পলবোসেন্ট 125, বক্স লরব্রেক্সেন 100 ছিল। অন্য ঘটনায় 2 হাজার 226টি বোতল নিষিদ্ধ ফেনসিডিল, 247টি টিডল ট্যাবলেটের স্ট্রিপ, 105 কেজি গাঁজা এবং 5 লক্ষ 76 হাজার 500 টাকা ভারতীয় মুদ্রা বাজেয়াপ্ত হয়েছে। অনুমান, চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। বাজেয়াপ্ত পণ্যের মোট আনুমানিক মূল্য 8 লক্ষ 49 হাজার 665 টাকা। ধৃত উত্তর 24 পরগনার বাসিন্দা। সে ওষুধগুলি রিপন সর্দার নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিল ৷

বিএসএফ জওয়ানরা উত্তর 24 পরগনা, নদিয়া এবং মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের চোরাচালান আটকাল ৷ 50 প্যাকেটে (25টি বাক্স) 3 ধরনের ক্যানসারের ওষুধ-সহ একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনটি প্যাকেটে ওসিমার্ট ট্যাব 25 বাক্স, পলবোসেন্ট 125, বক্স লরব্রেক্সেন 100 ছিল। অন্য ঘটনায় 2 হাজার 226টি বোতল নিষিদ্ধ ফেনসিডিল, 247টি টিডল ট্যাবলেটের স্ট্রিপ, 105 কেজি গাঁজা এবং 5 লক্ষ 76 হাজার 500 টাকা ভারতীয় মুদ্রা বাজেয়াপ্ত হয়েছে। অনুমান, চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। বাজেয়াপ্ত পণ্যের মোট আনুমানিক মূল্য 8 লক্ষ 49 হাজার 665 টাকা। ধৃত উত্তর 24 পরগনার বাসিন্দা। সে ওষুধগুলি রিপন সর্দার নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.