বদলাপুর (মহারাষ্ট্র), 23 সেপ্টেম্বর: এনকাউন্টারে মৃত্যু হল বদলাপুরের দুই নার্সারী ছাত্রীকে যৌন হেনস্তায় অভিযুক্তের ৷ সোমবার তালোজা জেল থেকে বদলাপুরে নিয়ে যাওয়ার সময় এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্ত অক্ষয় শিন্ডের ৷ জানা গিয়েছে, পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় অভিযুক্ত ৷ পালটা পুলিশ গুলি চালালে মৃত্যু হয় তার ৷
এই বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায় ৷ মূল অভিযুক্তের প্রাক্তন স্ত্রী যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই ঘটনাতেই তাকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে অক্ষয় গুলি চালায় ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় ৷
পুলিশ জানিয়েছে, অক্ষয়কে নভি মুম্বইয়ের তালোজা কারাগার থেকে বদলাপুরে নিয়ে যাওয়ার সময় সে পুলিশ কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । আত্মরক্ষার জন্য পুলিশও অক্ষয়কে গুলি করে। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷ এই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছে ।
প্রসঙ্গত, স্কুলের পরিচারিক হিসেবে কাজ করত অভিযুক্ত অক্ষয় শিন্ডে ৷ স্কুলের শৌচাগারে দুই ছাত্রীকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে । ঘটনার পাঁচদিন পর নির্যাতিতা ছাত্রীদের অভিভাবক অভিযোগ দায়ের করলে 17 অগস্ট গ্রেফতার হয় অক্ষয় ৷ এরপর স্থানীয়রা বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ এবং স্কুল ভবন ভাঙচুর করলে এই ঘটনাটি ঘিরে ব্যাপক বিক্ষোভ তৈরি করে । জনতা পাথর ছোড়ে এবং যানবাহন ভাঙচুর করে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস পর্যন্ত ছুড়তে হয় । এই ঘটনায় 30 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয় ৷ 2000 জনের বিরুদ্ধে মামলা করা হয় । বিক্ষোভের মধ্যে, কঠোর নিরাপত্তার মধ্যে আবৃত এলাকায় ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয় । এবার এই ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল।