কলকাতা, 23 সেপ্টেম্বর: দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷ যদিও এবার কলকাতার পুজোর ছবি একটু আলাদা ৷ আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বেশিরভাগ পুজো কমিটিই এবার উৎসবের দিকে ঝুঁকছে না ৷ কেবল মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে ৷
এবার 90 বছরে পদার্পণ করল দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো । অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আরজি কর কাণ্ডের পর তা বদলে গিয়েছে ৷ প্যান্ডেলসজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজ বেশ কিছুদিন আগে শুরু হলেও এবার উৎসবে না, বরং আচার মেনেই একেবারে সাদামাটাভাবে পুজো হবে মুদিয়ালিতে ৷
থিম ভাবনা নিয়ে ক্লাবের কালচারাল কমিটির সদস্য অনির্বিত রক্ষিত জানান যে, ত্রি-মাত্রিকে থাকছে ব্রহ্মাণ্ডের তিন মাতৃক বর্ণনা । হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমাত্রিক । ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর । তবে প্রতিমা হচ্ছে সাবেকি ।
ক্লাব কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, দর্শনার্থী বিশেষ করে মহিলা বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতে মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা । আগে শুধু মণ্ডপের ভিতরেই সিসিটিভি রাখা হত ৷ তবে এই প্যান্ডেলের যেই তিনটি প্রবেশ পথ রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে অন্যান্য বছর যেরকম সাড়ম্বরে দুর্গোৎসব পালন করা হয় এই বছর তেমনটা হবে না । উৎসব নয়, এবারে শুধুই পুজো করা হবে । আরজি করের পাশাপাশি সম্প্রতি রাজ্যে যে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানেও পুজোর খরচে কাঁটছাট করে ত্রাণ পৌঁছে দেওয়া হবে ।