আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর হাসপাতলে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা জনিত কারণে বসানো হচ্ছে সিসি ক্যামেরা এবং হাসপাতাল চত্বরের সামনে করা হচ্ছে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার বারুইপুর মহকুমার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে সুপারের দফতরে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার ও বারুইপুরের মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন ৷ রোগী পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।
আরজি কর থেকে শিক্ষা, বারুইপুর হাসপাতালে বসানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা
Published : Sep 12, 2024, 11:06 PM IST
আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর হাসপাতলে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা জনিত কারণে বসানো হচ্ছে সিসি ক্যামেরা এবং হাসপাতাল চত্বরের সামনে করা হচ্ছে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার বারুইপুর মহকুমার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে সুপারের দফতরে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার ও বারুইপুরের মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন ৷ রোগী পরিষেবার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।