দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিল আরও একটি ক্লাব! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হতে এবার দক্ষিণেশ্বরের আড়িয়াদহ বিজয় সঙ্ঘ রাজ্য সরকারের সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে । ইতিমধ্যে ক্লাবের তরফে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর থানায়। এ বছর তাঁদের পুজো 23 বছরে পা দিল। গত দু’বছর পুজো উপলক্ষে রাজ্য সরকারের দেওয়া অনুদান এই ক্লাব গ্রহণ করেছে। পুজোয় জাঁকজমকও ছিল। তবে এ বছর আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত জাঁকজমক বর্জন করছে ক্লাব কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা রনিতা বন্দ্যোপাধ্যায় বলেন ,"ক্লাবের তরফে আমরা সকলে মিলে স্থির করেছি,যতদিন না আরজি করের নির্যাতিতা বিচার পাচ্ছেন,ততদিন এই অনুদান আমরা নেব না।"
দুর্গাপুজোয় সরকারি অনুদান নেবে না দক্ষিণেশ্বরের এই ক্লাব
Published : Sep 13, 2024, 9:50 PM IST
দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিল আরও একটি ক্লাব! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সামিল হতে এবার দক্ষিণেশ্বরের আড়িয়াদহ বিজয় সঙ্ঘ রাজ্য সরকারের সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে । ইতিমধ্যে ক্লাবের তরফে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর থানায়। এ বছর তাঁদের পুজো 23 বছরে পা দিল। গত দু’বছর পুজো উপলক্ষে রাজ্য সরকারের দেওয়া অনুদান এই ক্লাব গ্রহণ করেছে। পুজোয় জাঁকজমকও ছিল। তবে এ বছর আরজি করের ঘটনার প্রতিবাদে সমস্ত জাঁকজমক বর্জন করছে ক্লাব কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা রনিতা বন্দ্যোপাধ্যায় বলেন ,"ক্লাবের তরফে আমরা সকলে মিলে স্থির করেছি,যতদিন না আরজি করের নির্যাতিতা বিচার পাচ্ছেন,ততদিন এই অনুদান আমরা নেব না।"