ETV Bharat / snippets

হাওড়ায় অবৈধ আধার কেন্দ্র চালানোর অভিযোগে গ্রেফতার 4

Howrah News
উদ্ধার হওয়া সামগ্রী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 11:02 PM IST

ব্লকের জনসমষ্টি উন্নয়ন আধিকারিকের পিছনের দিকে চলছিল অবৈধ আধার পরিষেবার কারবার । বুধবার বিকেলে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে ডোমজুড় থানা ৷ তাদের কোনও বৈধ কাগজপত্র ছিল না ৷ অতিরিক্ত টাকা নিয়ে আধার কার্ড তৈরি করা হত ৷ ধৃতরা হল ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজার বছর তিরিশের ছোট্টু ভট্টাচার্য, একাব্বারপুরের ঊনত্রিশের সৌমেন্দ্র কর, হাসনাবাদের বরুনহাটের বছর সাঁইত্রিশের আলিফ গাজী, ডোমজুড় বিডিও অফিসের ছাপান্নর কৌশিক চক্রবর্তী ৷ জেরায় অপরাধ স্বীকার করেছে ধৃতরা । সোশাল মিডিয়ার মাধ্য়মে তারা তথ্য, ব্যবহারকারীদের আইডি-পাসওয়ার্ড পেয়েছিল ৷ ওই কেন্দ্র থেকে একাধিক আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার-সহ কি প্যাড ও মাউস বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা ।

ব্লকের জনসমষ্টি উন্নয়ন আধিকারিকের পিছনের দিকে চলছিল অবৈধ আধার পরিষেবার কারবার । বুধবার বিকেলে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে ডোমজুড় থানা ৷ তাদের কোনও বৈধ কাগজপত্র ছিল না ৷ অতিরিক্ত টাকা নিয়ে আধার কার্ড তৈরি করা হত ৷ ধৃতরা হল ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজার বছর তিরিশের ছোট্টু ভট্টাচার্য, একাব্বারপুরের ঊনত্রিশের সৌমেন্দ্র কর, হাসনাবাদের বরুনহাটের বছর সাঁইত্রিশের আলিফ গাজী, ডোমজুড় বিডিও অফিসের ছাপান্নর কৌশিক চক্রবর্তী ৷ জেরায় অপরাধ স্বীকার করেছে ধৃতরা । সোশাল মিডিয়ার মাধ্য়মে তারা তথ্য, ব্যবহারকারীদের আইডি-পাসওয়ার্ড পেয়েছিল ৷ ওই কেন্দ্র থেকে একাধিক আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার-সহ কি প্যাড ও মাউস বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.