ETV Bharat / state

বঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়া, নিম্নচাপের বাধা কাটিয়ে শীতের আমেজ কবে থেকে ? - WEST BENGAL WEATHER FORECAST

একটি বিপরীত ঘূর্ণাবর্ত বাংলা ও ওড়িশার উপকূলে তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে।

Weather Forecast of West Bengal
বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া, সকালের দিকে শীতের আমেজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 7:03 AM IST

কলকাতা, 10 নভেম্বর: বৃষ্টি নেই। বঙ্গের বাতাসে এখন শুধুই শুষ্কতা। ক্ষীন আশা তৈরি হয়েছিল নিম্নচাপের। কিন্তু সেটাও বঙ্গ অভিমুখী নয়। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত বাংলা ও ওড়িশার উপকূলে তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। আজ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ ধীরগতিতে পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ। এর প্রভাব পড়বে না বাংলায়।এই কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

বঙ্গে হিমেল হাওয়ার প্রবেশ কবে থেকে?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়েই এখন শুষ্ক আবহাওয়ার দাপট। চলতি বছরের মাঝামাঝি হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। এর জেরে রাজ্যজুড়ে শীতের আমেজ এর সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী 15 নভেম্বর থেকে উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া প্রবেশ করতে শুরু করবে। এর ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

পশ্চিমের জেলায় বেশ কিছুটা তাপমাত্রার পতন হবে। দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। আজ রবিবার ও আগামীকাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘার দেখা মেলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ সাধারনত পরিস্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
ভরা মরশুমে কলকাতায় 93 শতাংশ কম ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কী বলছেন বিশেষজ্ঞরা ?
'ওরা আমাকে বাঁচতে দেবে না', মাকে ফোন করার পরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু

কলকাতা, 10 নভেম্বর: বৃষ্টি নেই। বঙ্গের বাতাসে এখন শুধুই শুষ্কতা। ক্ষীন আশা তৈরি হয়েছিল নিম্নচাপের। কিন্তু সেটাও বঙ্গ অভিমুখী নয়। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত বাংলা ও ওড়িশার উপকূলে তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। আজ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ ধীরগতিতে পশ্চিমমুখী অগ্রসর হবে। শ্রীলংকা ও তামিলনাডু উপকূলের অভিমুখ। এর প্রভাব পড়বে না বাংলায়।এই কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

বঙ্গে হিমেল হাওয়ার প্রবেশ কবে থেকে?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়েই এখন শুষ্ক আবহাওয়ার দাপট। চলতি বছরের মাঝামাঝি হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। এর জেরে রাজ্যজুড়ে শীতের আমেজ এর সম্ভাবনা তৈরি হতে পারে। আগামী 15 নভেম্বর থেকে উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া প্রবেশ করতে শুরু করবে। এর ফলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

পশ্চিমের জেলায় বেশ কিছুটা তাপমাত্রার পতন হবে। দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। আজ রবিবার ও আগামীকাল সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘার দেখা মেলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ। আজ রবিবার দিনের আকাশ সাধারনত পরিস্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
ভরা মরশুমে কলকাতায় 93 শতাংশ কম ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কী বলছেন বিশেষজ্ঞরা ?
'ওরা আমাকে বাঁচতে দেবে না', মাকে ফোন করার পরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.