কলকাতা, 10 নভেম্বর: টালিগঞ্জে সিপিএমের সম্মেলনে ধুন্ধুমার ! অনেকটা টলিপাড়ার সিনেমার দৃশ্যর মতো ! বচসা থেকে হাতাহাতির ঘটনায় উতপ্ত সিপিএমের আঞ্চলিক সম্মেলন ৷ এই কোন্দল সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল সেখানে উপস্থিত দলীয় নেতাদেরই। আর এখানেই প্রশ্ন উঠছে, যে দল বরাবর দলীয় শৃঙ্খলায় জোর দিয়েছে, যাঁরা দিনরাত শাসক দলের গোষ্ঠীকোন্দলের সমালোচনা করেন, সেই সিপিএমের অন্দরের কোন্দল কিনা এতটাই প্রকট, যে আঞ্চলিক সম্মেলনে এসে তুমুল হাতাহাতিতে জড়ালেন দলেরই দুই পক্ষের সদস্যরা !
সিপিএমের কলকাতা জেলা কমিটির অধীনে টালিগঞ্জ-2 এরিয়া কমিটির সম্মেলন শুরু হয়েছে শুক্রবার থেকে। শনিবার ভোটাভুটির মাধ্যমে তা শেষ হওয়ার কথা। কিন্তু, নারী নিগ্রহের অভিযোগে সোমনাথ ঝা নামে এলাকারই এক নেতাকে বহিষ্কার করেছে সিপিএম। সেই ইস্যু শনিবারের সাংগাঠনিক সভায় মাথা চাড়া দেয়।
দলীয় নেতাকে বহিষ্কারে দুই গোষ্ঠীর দুই তরুণ নেতার মধ্যে এই নিয়ে বচসা শুরু হয় যা পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়। সেই বচসা আর হাতাহাতিতে উতপ্ত হয়ে ওঠে সম্মেলন। প্রকাশ্যে চলে আসে সিপিএমের দুই গোষ্ঠীর কোন্দলের বিষয়টিও।
স্থানীয় সূত্রে খবর, সোমনাথ ঝা'কে বহিষ্কার ও তার পরবর্তী ঘটনা নিয়ে স্থানীয় সিপিএম নেতা গৌতম গুহ রায়ের স্ত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়ো বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সম্মেলন চলাকালীন শনিবার দুই গোষ্ঠীর দুই তরুণ নেতার মধ্যে এই নিয়েই বিতর্ক শুরু হয় যা শেষ পর্যন্ত হাতাহাতিতে রূপ নেয়।
এই বচসার জেরে বেশ কিছুক্ষণ সম্মেলনের কাজ থমকে থাকে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবার সম্মেলন শুরু করা হয়। ভোটাভুটিও হয়। পরবর্তীতে সেই ভোটের গণনার কাজ শুরু হয়।