ভারতের অবৈধভাবে প্রবেশ গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন বাংলাদেশের 10 নাগরিক। বিএসএফের তৎপরতায় ভারতে অবৈধভাবে ঢোকা আটকে গেল বাংলাদেশের নাগরিকদের। আটক বাংলাদেশের নাগরিকদের বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। আটক দশ জন বাংলাদেশের নাগরিকদের মধ্যে 7 পুরুষ, 1 মহিলা ও 2 জন নাবালিকা ছিল। একজনের নাবালিকার বয়স 10 ও অন্যজনের বয়স 5 বছর বলে জানা গিয়েছে বিএসএফ সুত্রে। শিলিগুড়ি সেক্টরের 93 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের তৎপরতায় আটক হয় বাংলাদেশের নাগরিকরা বলে জানা গিয়েছে। শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টর সুত্রে জানা গেছে আটক বাংলাদেশের নাগরিকরা সেখানে অত্যাচারিত হয়ে ভারতে ঢুকতে আসেন।
বিএসএফের হাতে ধরা পড়লেন বাংলাদেশের 10 নাগরিক
Published : Sep 12, 2024, 10:34 PM IST
ভারতের অবৈধভাবে প্রবেশ গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন বাংলাদেশের 10 নাগরিক। বিএসএফের তৎপরতায় ভারতে অবৈধভাবে ঢোকা আটকে গেল বাংলাদেশের নাগরিকদের। আটক বাংলাদেশের নাগরিকদের বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। আটক দশ জন বাংলাদেশের নাগরিকদের মধ্যে 7 পুরুষ, 1 মহিলা ও 2 জন নাবালিকা ছিল। একজনের নাবালিকার বয়স 10 ও অন্যজনের বয়স 5 বছর বলে জানা গিয়েছে বিএসএফ সুত্রে। শিলিগুড়ি সেক্টরের 93 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের তৎপরতায় আটক হয় বাংলাদেশের নাগরিকরা বলে জানা গিয়েছে। শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টর সুত্রে জানা গেছে আটক বাংলাদেশের নাগরিকরা সেখানে অত্যাচারিত হয়ে ভারতে ঢুকতে আসেন।