মীনাক্ষীর নেতৃত্বে বাম-মহিলা প্রার্থীদের সাংবাদিক সম্মেলন, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 12:29 PM IST

Updated : Apr 14, 2024, 1:43 PM IST

মোদির রাজত্বে মণিপুর বা মমতার নেতৃত্বে সন্দেশখালি ৷ রাজ্যের নানা প্রান্তে এবং দেশজুড়ে ঘটে চলা নারী নির্যাতন, ধর্ষণ, হেনস্থার বিরুদ্ধে, মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করে রবিবার সিপিএমের এই সাংবাদিক সম্মেলন ৷ এই সম্মেলনে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও হাজির হয়েছেন সিপিএমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের মহিলা প্রার্থীরা ৷ সম্প্রতি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশেও আলোড়ন তৈরি করেছে ৷ প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক মহিলা ধর্ষণ, জমি দখল করে ভেড়ি করা অভিযোগ সামনে এসেছে । একইভাবে মণিপুরের ঘটনাতেও তোলপাড় হয়ে গিয়েছে দেশ তথা বিশ্ব ৷ আর এই দুই সরকারের আমলে নারীদের এই পরিস্থিতিকে হাতিয়ার করেই আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের হাত শক্ত করার আহ্বান জানাতে থাকছেন মীনাক্ষী-সহ, সিপিআইএমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের মহিলা প্রার্থী শ্যামলী প্রধান, জাহানারা খান, সায়রা শাহ হালিম, দীপ্সিতা ধর, সোনামনি টুডু ৷
Last Updated : Apr 14, 2024, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.