আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন উচ্চমাধ্যমিকে নবম পীতম্বর - WBCHSE CLASS 12 RESULT 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

West Bengal HS Result 2024: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকে জেলাজুড়ে ভালো ফল করেছেন পড়ুয়ারা ৷ হুগলি, মালদা, বীরভূমের বিভিন্ন পড়ুয়ারা জায়গা করে নিয়েছেন মেধাতালিকায় ৷ পরীক্ষায় নবম স্থান অধিকার করে জেলার মুখ উজ্জ্বল করেছেন কালিয়াগঞ্জের পীতম্বর বর্মন ৷  মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ভেউড়ের বাসিন্দা পীতম্বরের সাফল্যে খুশি পড়ুয়ার বাবা-মা থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ৷

পীতম্বর বলেন, "সারা বছর তেমন পড়িনি। পরীক্ষার দেড় মাস আগে থেকে ভাল করে পড়েছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ভালো রেজাল্ট আশা করেছিলাম। মেধা তালিকা নাম থাকবে আশা করিনি। বড় হয়ে একজন আইএএস অফিসার হতে চাই।" মা তরুলতা দেবী বলেন, "শুনে খুশি হলাম। ভালো লাগছে। কষ্ট করে পড়াচ্ছি। সব সময় ওদের বলি, ভালো করে পড়াশোনা কর যাতে বাবা-মায়ের নাম উজ্জ্বল হয়। সময় নষ্ট করবি না, পরে সময়টা আর পাবি না। খুবই ভালো লাগছে যে, ছেলেটা আমাদের কষ্টের মান রেখেছে।"

জানা গিয়েছে, পীতম্বরের বাবা উত্তম বর্মন ভিনদেশে রাজমিস্ত্রির কাজ করেন। মা তরুলতা বর্মন দিনমজুরের কাজ করেন। আর্থিক অনটনের মধ্যেই কোনও রকমে চলে সংসার। এমনই দুঃস্থ পরিবারের ছেলে পীতম্বর বর্মন। পীতম্বরের বড় দিদি শিলিগুড়িতে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেন। ছোট বোন আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। স্থানীয় তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুলের ছাত্র পীতম্বর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 488। খবর জানাজানি হতেই খুশির আবহ পরিবার জুড়ে।   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.