জলমগ্ন রাজ্য সড়ক, ভোগান্তি সাধারণ মানুষের - state HIGHWAY Goghat - STATE HIGHWAY GOGHAT
🎬 Watch Now: Feature Video
Published : Aug 2, 2024, 5:35 PM IST
টানা বৃষ্টির জেরে জল জমেছে রাজ্য সড়কে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। তার জেরে গোঘাটের কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সাতবেড়িয়া এলাকায় হাঁটুসমান জল রাস্তায় ৷ ফলে বিচ্ছিন্ন হয়েছে কামারপুকুর- বদনগঞ্জের সড়ক যোগাযোগ।
মূলত আমোদর খালের জল বাড়তে থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। শুক্রবারও সকাল থেকেই চলছে বৃষ্টি ৷ ফলে জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন থেকে সাধারণ মানুষ। টানা বৃষ্টির জেরে জল জমে যাওয়ায় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অভিযোগ, প্রায় প্রতি বছরই এই ভোগান্তি পোহাতে হয় এলাকার মানুষদের। রাস্তার দু'ধারেই ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন।
দুর্ঘটনার কথা মাথায় রেখে সাধারণের যাতায়াত বন্ধ করেছে প্রশাসন ৷ নিকাশি খাল সংস্কার না হওয়াকেই দুষছেন সাধারণ মানুষ। অপর দিকে গোঘাট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও রয়েছেন এলাকায় ৷ জল না সরলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।