অগ্নিগর্ভ বাংলাদেশ, সীমান্তের মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ বিএসএফের - Unrest Situation in Bangladesh

🎬 Watch Now: Feature Video

thumbnail

Unrest Situation in Bangladesh: অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে ৷ নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে এবার বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন বিএসএফের আধিকারিকরা ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। অশান্ত পরিবেশের সেই আঁচ যাতে কোনওভাবেই সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবনে এসে না পড়ে, তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ ৷ 

তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের বোঝানো হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত। তাই কাঁটাতারের অপর প্রান্ত থেকে কোনও আহত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করেছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে, কোনও পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশ সরকার পতনের পর থেকেই যে কোনও জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেক পোস্টে শুরু হয়েছে বিএসএফের টহলদারি ৷ এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। তবু এর মাঝেও কার্যত আতঙ্কের প্রহর গুনছে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.