তৃণমূল ভবনে আজ ঘাসফুলের ইস্তাহার প্রকাশ, দেখুন সরাসরি ... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 17, 2024, 3:28 PM IST
|Updated : Apr 17, 2024, 4:06 PM IST
48 ঘণ্টা বাদে রাজ্যে প্রথম দফার ভোট । আজ বিকেলেই শেষ হচ্ছে প্রথম দফার প্রচার । আর এদিনই বাইপাসের ধারে মেট্রোপলিটনের রাজ্য অফিসে নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । বাংলা ও ইংরেজি-সহ ছয়টি ভাষায় আজ শাসকদল তাদের ইস্তাহার প্রকাশ করছে । যেহেতু একদম শেষ মুহূর্তে শাসকদল ইস্তাহার প্রকাশ করছে কাজেই তারা আজ কী বলে সেই দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর । মনে করা হচ্ছে জনমুখী বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি এবারও তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে থাকতে পারে । সবচেয়ে বড় কথা সব সম্প্রদায় সব শ্রেণির মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই ইস্তাহার প্রকাশ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে ।
Last Updated : Apr 17, 2024, 4:06 PM IST