পাণ্ডুয়ায় রচনার সমর্থনে দেবের শোভাযাত্রা, সরাসরি দেখুন - Dev road show - DEV ROAD SHOW
🎬 Watch Now: Feature Video
Published : Apr 27, 2024, 5:12 PM IST
|Updated : Apr 27, 2024, 6:08 PM IST
পান্ডুয়ায় হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করছেন অভিনেতা-নেতা দেব ৷ পাণ্ডুয়া কলবাজার থেকে কাকুলি সিনেমা হল পর্যন্ত বিশাল শোভাযাত্রা করছে তৃণমূল ৷ পাণ্ডুয়ায় তৃণমূল নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকছেন হুগলি জেলা নেতৃত্ব ৷ এই মিছিলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ অংশ নিয়েছেন ৷ এছাড়া পান্ডুয়া ব্লক তৃণমূলের কর্মী সমর্থকরাও হাঁটছেন ৷ দেবের সঙ্গে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়ার বিধায়ক রত্না দে এবং অসীমা পাত্র ৷ ঘাটালের তৃনমূল প্রার্থী দীপক অধিকারী দেব শোভাযাত্রার জন্য পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷ হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।দেব ও প্রার্থীর জন্য ট্যাবলো ভ্যান করা হয়েছে ৷
Last Updated : Apr 27, 2024, 6:08 PM IST