বাধ মানল না আবেগ, জয়ের পর হাউ-হাউ করে কাঁদলেন মিতালি - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 10:35 PM IST

Mitali Bag Wins in Arambagh: শেষ পর্যন্ত সবুজ আবির উড়ল আরামবাগ লোকসভা কেন্দ্রে। ভোট গণনার শুরু থেকেই লিড পাচ্ছিলেন মিতালি বাগ। কখনও 20 হাজার, আবার কখনও 30 হাজার। তবে দশম রাউন্ডের ভোট গণনার পর থেকে মিতালি বাগের মার্জিন ক্রমশ কমতে থাকে। যদিও শেষমেশ চওড়া হাসি হেসে গণনাকেন্দ্র ছাড়লেন মিতালি বাগ।

জয়ের পর আনন্দে কেঁদে ফেললেন তৃণমূলের অনগ্রসর শ্রেণির এই প্রার্থী। মিতালি বাগের জয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের মধ্যে স্বভাবতই ব্যাপক উচ্ছ্বাস ৷ 6 হাজার 292 ভোটে জয়লাভ করেছেন মিতালি বাগ। জেতার পরই তাঁর কন্ঠে একটাই কথা, "আমার বাবার আত্মা শান্তি পেয়েছেন। গতবারের লোকসভা ভোটে মাত্র কয়েক হাজার ভোট জিতেছিলেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। তবে সেই মার্জিন বাড়িয়ে এবার 6 হাজার 292 ভোট জয়ী হলেন মিতালি বাগ। আগে থেকেই হরিপাল, চন্দ্রকোনা, তারকেশ্বর বিধানসভায় জিতেছিল তৃণমূল। কিন্তু আরামবাগ, গোঘাট, পুরশুড়া, খানাকুল বিধানসভায় আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের। তবে লোকসভা ভোটে সমস্ত জল্পনার পরিসমাপ্তি ঘটালেন মিতালি বাগ। এই আনন্দে সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.