ভোট দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল-বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 1, 2024, 2:31 PM IST
Mathurapur Lok Sabha Constituency: চলছে শেষ দফা নির্বাচন ৷ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবার ও মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে উঠছে অশান্তির ঘটনা। কোথাও ইভিএম মেশিন জলে ফেলে দেওয়ার অভিযোগ কোথাও বা বিরোধী দলের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ৷ বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদলের ৷ শনিবার সকালে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাদিয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 62 নম্বর বুথে ভোট দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার।
ভোট দেওয়ার পাশাপাশি সকাল থেকেই এলাকার বিভিন্ন বুথগুলিতে ঘোরেন তিনি ৷ এর পাশাপাশি ভোটারদের সঙ্গেও কথা বলেন। এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার বলেন, "উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছেন ৷ কিন্তু অপরদিকে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরছেন। এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল ৷ এমনটাই অভিযোগ করছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ উল্লেখ্য, গতকাল অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েছিলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার। তাঁকে ঘিরে ওঠে গো-ব্যাক স্লোগান। এলাকাবাসীর অভিযোগ ওঠে, প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরও প্রার্থী সেখানে প্রচার করতেই গিয়েছেন ৷