বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ চাঁপদানিতে, কাঠগড়ায় তৃণমূল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 20, 2024, 2:22 PM IST
ভোট চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চাঁপদানি বিধানসভা এলাকার 12 ও 13 নম্বর বুথের সামনে ধর্মতলা গার্লস হাইস্কুলে ৷ ঘটনায় জখম হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি প্রশান্ত রায় ৷ তাঁর দাবি, বিজেপি এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে শুনে ওই বুথে গিয়েছিলেন তিনি ৷ ভেতরে ঢুকতে গেলে গেটের মুখে আটকে দেওয়া হয় তাঁকে ৷ গালিগালাজ করে প্রশান্তকে মারতে শুরু করেন তৃণমূল কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল ও তাঁর মেয়ে বলেও অভিযোগ ৷
পাশাপাশি আরও 20-25 জন তৃণমূলের দুষ্কৃতী দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিজেপির মণ্ডল সভাপতিকে মেরে ঠোঁট ফাটিয়ে, জামাকাপড় ছিঁড়ে দেওয়ার ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ । এই ঘটনা নিয়ে মৌখিকভাবে পুলিশকে অভিযোগ করেছেন প্রশান্ত রায় । যদিও বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন ৷ তাঁর দাবি, শান্তিপূর্ণভাবেই শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় ভোট হচ্ছে । আধা সেনা ভরতি রয়েছে সমস্ত বুথে । তা সত্ত্বেও যদি বিজেপি কর্মীকে মারধর খেতে হয় তাহলে ঘটনাটি খতিয়ে দেখার বিষয় ।