রেখা-স্বপনের মনোনয়ন, দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো শুভেন্দুর; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 9, 2024, 12:11 PM IST
|Updated : May 9, 2024, 12:33 PM IST
লোকসভা নির্বাচনে বসিরহাটে কেন্দ্রে পদ্ম শিবিরের টিকিট পেয়েছেন সন্দেশখালির 'প্রতিবাদী' মুখ রেখা পাত্র ৷ তাঁর সমর্থনে আজ, বৃহস্পতিবার বারাসতে পদযাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই পদযাত্রায় সামিল বিজেপির অসংখ্য কর্মী-সমর্থক। উপস্থিত বিজেপি প্রার্থী রেখা পাত্রও । এই কেন্দ্রেই তৃণমূল সাংসদ ছিলেন অভিনেত্রী নুসরত জাহান ৷ দলের অন্দরে তাঁকে নিয়ে ক্ষোভ থাকায় এবার নির্বাচনী টিকিট পাননি ৷ এইবার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিধায়ক হাজি নুরুল ইসলাম ৷ তাঁর বিপরীতে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে এক প্রকার চমকে দিয়েছে পদ্ম শিবির । সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের প্রার্থী এই রেখা । আর তিনি যে এই কেন্দ্রকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন । ইটিভি ভারতে দেখুন সরাসরি...
Last Updated : May 9, 2024, 12:33 PM IST