প্রতীকী লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে কোমর দোলালেন সুজাতা, কটাক্ষ বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 23, 2024, 8:40 PM IST
ভোটের আগেই বিজয় উল্লাস সেরে নিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । প্রতীকী লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে মহিলাদের সঙ্গে কোমর দোলালেন সুজাতা । মঙ্গলবার সকালে বিষ্ণুপুর লোকসভার ওন্দার দামোদরবাটি গ্রামে ভোট প্রচারে এসে এইভাবেই ধরা দিলেন তৃণমূল প্রার্থী ৷
প্রতীকী লক্ষ্মীর ভাণ্ডার কখনও মাথায় আবার কখনও কাঁখে নিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে জমিয়ে নাচলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল । তাঁর সঙ্গে তাল মেলালেন এলাকার মহিলারা । এদিন নাচতে নাচতে সুজাতা বলেন, "এই উচ্ছ্বাস হল জয়ের । গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে । তাই সব মহিলা শুধু তৃণমূলকেই ভোট দেবেন ৷ বিষ্ণুপুরে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা ৷"
এদিন দলের নেতা কর্মীদের নিয়ে দামোদরবাটি পুঞ্চা-সহ একাধিক গ্রাম ঘুরে প্রচার করেন সুজাতা । পালটা কটাক্ষ করে তৃণমূল প্রার্থী সুজাতাকে আসল নাচ দেখতে আমন্ত্রণ জানালেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা । এদিন তিনি বলেন, "নাচুন নাচুন শরীর ভালো থাকবে । আসল নাচ তো বিজেপি দেখাবে আগামী 4 জুন ৷ সেই দিন ওনাকেও আমন্ত্রণ জানানো হবে আমাদের সঙ্গে নাচার জন্য ৷