বেলুড় মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন, দেখুন সরাসরি - Sri Ramakrishna Birth Anniversary
🎬 Watch Now: Feature Video
Published : Mar 12, 2024, 10:15 AM IST
|Updated : Mar 12, 2024, 12:03 PM IST
মঙ্গলবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম আবির্ভাব দিবস ৷ অন্যান্য বছরের মতো বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব ৷ এদিন সকাল 8ট থেকে শুরু হয়েছে মূল অনুষ্ঠান ৷ 12 মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল অনুষ্ঠান সূচি ৷ সূচি মেনেই এদিন 8টায় শ্রী রামকৃষ্ণ বন্দনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান ৷ সকাল 9টা 5 মিনিটে দেবরাজানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনান ৷ সকাল 9টা 50 মিনিটে শুরু হয়েছে ভক্তি গীতি ৷ এরপর একে একে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ, গীতি নাট্য, ভজনের মত দিনভর রয়েছে নানা অনুষ্ঠান ৷ ইটিভি ভারতে বেলুড় মঠ থেকে সেই অনুষ্ঠান দেখুন সরাসরি ৷
Last Updated : Mar 12, 2024, 12:03 PM IST