নীরবে ভোট আসানসোলে, জনতার রায় কোনদিকে ? ধোঁয়াশায় সব পক্ষ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 7:39 PM IST
নির্বিঘ্নেই শেষ হল আসানসোল লোকসভা নির্বাচন । গত কয়েক দশকে আসানসোলে এমন ধরনের নির্বাচন কেউ দেখেছে কিনা, মনে করতে পারছেন না । অবাধ শান্তিপূর্ণ বললেও ভুল হবে । এমন নীরব নির্বাচন আসানসোল কখনও দেখেনি । অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই বলছেন ।
মাত্র তিনটি উত্তেজনাময় পরিস্থিতি । এতেই গোটা ভোট পেরিয়ে গেল আসানসোল লোকসভার সাতটি বিধানসভায় । কোথাও কোনও মারামারি নেই, রক্তপাত নেই ৷ নেই বোমাবাজি কিংবা পোলিং এজেন্টকে মারধর । সবই এখন যেন অতীত । খোদ বিরোধীরাই বলছে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে । তবে একদিকে যেমন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও উত্তেজনা সে রকম ভাবে দেখা যায়নি, তেমনি মানুষ যেন নীরবে ভোট দিয়ে গিয়েছেন । আর তাই ভোটের শেষে বুথ ফেরত সমীক্ষা যদি দেখা যায় তাহলে হাওয়া কোন দিকে তা খুঁজতে কিন্তু ধোঁয়াশাতেই ঢেকে যেতে হচ্ছে । আসানসোলের কুর্সি কার ? তার জন্য চোখ রাখতে হবে আগামী 4 জুনের দিকে ।
এই বিষয়ে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বলেন, "শান্তিপূর্ণ ভোট হওয়ার পিছনে একটি কারণ থাকতে পারে । আমি নিজে কোনওদিন অশান্তি চাই না এবং আমার বিপক্ষে যারা রয়েছে তারা জানে যে আমার সঙ্গে অশান্তি করলে সেটা ভালো ঠেকবে না । সেই কারণেই হয়তো শান্তিপূর্ণ ভোট হয়েছে ।"
অন্যদিকে তৃণমূল নেতা ভি শিবদাশনের কথায়, "মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন । সেই জন্য চুপচাপ নিজের ভোট দিয়ে বাড়ি চলে গিয়েছেন । 4 জুন যখন ইভিএম খুলবে, তখন দেখবেন বিজেপি চোখে সর্ষে ফুল দেখছে ৷