রামের ভজন গেয়ে দিন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব - রাম লালা
🎬 Watch Now: Feature Video
Published : Jan 22, 2024, 12:22 PM IST
Goutam Deb: রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই অযোধ্যায় মন্দির উদ্বোধনের পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ তবে এই মন্দির নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ৷ বিজেপির বিরুদ্ধে মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এই বিতর্কের মধ্যেই রামমন্দিরের উদ্বোধনের দিন সকালে রাম নাম করতে শোনা গেল শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেবকে।
সোমবার সকালে রামভজন গেয়ে নিজের সকাল শুরু করলেন রাজ্য মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য। তবে শুধু রাম নয়, সীতারাম। জাতীর জনক মহাত্মা গান্ধি রচিত সীতারাম ভজনটি শোনা গেল তাঁর গলাতে ৷ মেয়রের রামভজনের বিষয় নিয়ে ইতিমধ্য়ে জল্পনা শুরু হয়েছে জোর কদমে । গেরুয়া শিবিরের নেতারদের দাবি, যাই হোক কেন বা যেভাবেই হোক না কেন রামমন্দির উদ্বোধনের দিন সকালে সারা দেশবাসীর সঙ্গে শিলিগুড়ির মেয়রও রাম নাম স্মরণ করেছেন ৷ তাঁরও শুভবুদ্ধির উদয় হয়েছে ৷ যদিও গৌতম দেব অবশ্য অন্য কথা বললেন ৷ তাঁর দাবি, "জাতীর জনক মহত্মা গান্ধির ভগবান রামকে নিয়ে গাওয়া এই গান সারা দেশকে একসময় পথ দেখিয়েছে। সীতা আর রাম কখনও আলাদা নন। কিন্তু আজকের দিনে সীতাকে অন্তরালে ঠেলে দেওয়া হচ্ছে। ঈশ্বর-আল্লা আলাদা নন। একই। আজকের দিনে এটাই প্রাসঙ্গিক।"