স্প্রিং-সামার কালেকশনে ফ্যাশন উইকের ব়্যাম্প মাতালেন মীরা-নেহা-উরফি, দেখুন ভিডিয়ো - LAKME FASHION WEEK 2024
🎬 Watch Now: Feature Video
Published : Mar 16, 2024, 7:06 PM IST
LAKME Fashion Week: ফ্যাশন দুনিয়ার অন্যতম শো ল্যাকমে ফ্যাশন উইক ৷ কখনও সামার কালেকশন আবার কখনও উইন্টার কালেকশন নিয়ে ডিজাইনাররা হাজির হন সকলের সামনে ৷ তাঁদের তৈরি করা সেই পোশাক ব়্যাম্পে মডেলদের পাশাপাশি তুলে ধরেন বলিউড তারকারাও ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ বুধবার অর্থাৎ, 13 মার্চ শুরু হয়েছে এই ফ্যাশন শো ৷ চলবে 17 মার্চ পর্যন্ত ৷ তৃতীয় দিনে মঞ্চ কাঁপালেন রাজকুমার রাও, পত্রলেখা, নেহা ধুপিয়া, মিরা কাপুর, উরফি জাভেদ ৷ ডিজাইনার অনামিকা খান্নার পোশাকে এদিন মঞ্চে আসেন তাঁরা ৷ এবারে তুলে ধরা হয়েছে স্প্রিং-সামার কালেকশন ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে এই ফ্যাশন উইকের ৷ এই কালেকশনে শো-স্টপার ছিলেন অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর ৷ অন্যদিকে, মীরা ও নেহা ধুপিয়াকে দেখা গিয়েছে কমফর্টেবল পোশাকে ৷ নেহা যেমন মঞ্চে আসেন জিনসের লং স্কার্ট ও কালো রঙের গেঞ্জিতে ৷ অন্যদিকে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে দেখা যায় নীল রঙের প্যান্টের সঙ্গে সাদা ফ্লোরাল শার্টে ৷ হাতে ডিজাইনার ব্যাগ ৷ রাজকুমার রাওয়ের লুক ছিল সিম্পল অথচ এলিগ্যান্ট ৷ অন্যদিকে, উরফিকে দেখা গিয়েছে গ্লিটারি ব্লু-পাপ্ল শাড়িতে ৷ সবমিলিয়ে এদিনের ফ্যাশন শোয়ের ভিডিয়ো ও ছবি নজর কেড়েছে নেটিজেনদের ৷