আরজি কর কাণ্ডের বিচার চাই, জলপাইগুড়ির রাস্তায় ছাত্রছাত্রীরা - RG Kar Doctor Rape And Murder
🎬 Watch Now: Feature Video
RG Kar Protest: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে রাস্তায় নামলেন স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার জলপাইগুড়ির তোরলপাড়া এলাকায় নেতাজী বিদ্যাপীঠের বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে বিচার চায় ৷ তাদের সঙ্গে ছিলেন এলাকাবাসীরাও ৷ দোষীদের শাস্তির দাবিতে কয়েক কিলোমিটার মিছিল করে স্কুল পড়ুয়ারা ৷
- সুস্মিতা শীল নামে এক ছাত্রী বলে, "আরজি কর-কাণ্ডে যা ঘটেছে তা মেনে নিতে পারছি না। আমরা নিরাপদে নেই। তাই আজ আমরা রাস্তায় নেমেছি ৷"
- দীপান্বিতা রায় বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে স্থানীয় কিছু স্কুল পড়ুয়া ৷ স্কুল শেষে তারা বাড়ি ফিরছিল। সেসময় ছাত্রছাত্রীদের দেখে আমরা মিছিলে যোগ দিই ৷ আমরা বিচার চাই ৷ ওদের সঙ্গে আমরাও এই মিছিলে পা-মিলিয়েছি।"
- অন্যদিকে, বিশাখা রায় বলেন, "আজ একজন ডাক্তারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তাও হাসপাতালে। কাল যে আমার সঙ্গে ঘটবে না, তা কে বলতে পারে? একজন ডাক্তারের সঙ্গে এমন হলে আমরা মেয়েরা নিরাপদ কোথায়?"
- স্কুলের এক প্রাক্তন ছাত্রী সাবেনা খাতুন বলেন, "আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে নেমেছি। আমরা প্রাক্তনীরা এই মিছিলের আয়োজন করেছি। এই ঘটনা আর যাতে কারও সঙ্গে না-হয় তাই রাস্তায় নেমেছি ।"