thumbnail

বালুশিল্পে রাধাকৃষ্ণ, পুরীর সৈকতে সুদর্শনের হোলি ভাস্কর্য - Sand Art

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 1:47 PM IST

মহাসমারোহে দেশজুড়ে আজ পালিত হচ্ছে রঙের উৎসব । হোলি উপলক্ষে দেশবাসী রং খেলায় মেতেছে ৷ উৎসব উদযাপনে প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে রাধাকৃষ্ণের ভাস্কর্য তৈরি করেছেন ৷ নিচে নানা রঙে লেখা হ্যাপি হোলি ৷  

তাঁর ভাস্কর্য বানানোর মুহূর্তের ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,"ভগবান রাধাকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক ৷" শিল্পী বরাবরই বিশেষ দিনে বালি ভাস্কর্য তৈরি করে থাকেন ৷ গতকাল রবিবার তিনি মস্কোয় বন্দুকবাজের হামলার ঘটনায় শোকপ্রকাশ করেন তাঁর শিল্পকর্মের মাধ্যমে ৷ বালি দিয়ে এক শিশুর করুণ মুখ ফুটিয়ে তুলেছিলেন ৷ সোশাল মিডিয়ায় তা পোস্ট করে মস্কোয় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন সুদর্শন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.