রামোজি রাওয়ের জীবনাবসান! ফিল্ম সিটিতে শেষ শ্রদ্ধাজ্ঞাপন; দেখুন সরাসরি... - Ramoji Rao Passes Away - RAMOJI RAO PASSES AWAY

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 9:44 AM IST

Updated : Jun 8, 2024, 11:01 PM IST

Last Rites of Ramoji Rao Live: প্রয়াত রামোজি রাও ৷ ভারতীয় সংবাদমাধ্য়মে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ শনিবার ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ হায়দরাবাদের হাসপাতাল থেকে তাঁকে এদিন সরাসরি নিয়ে আসা হয় ফিল্ম সিটিতে ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন অফিসের সামনে ভিড় করেন ফিল্ম সিটি ও সংবাদমাধ্যমের কর্মীরা ৷ এরপর এখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হবে বাসভবনে ৷ রামোজি রাওয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিশিষ্ট রাজনীতিবিদরা ৷ সিনে জগতের পরিচালক থেকে প্রযোজকরাও তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ৷ তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজক। রামোজি গ্রুপেরও প্রধানও তিনি। ইটিভি ভারতে সরাসরি দেখুন রামোজি রাওয়ের শেষশ্রদ্ধা ৷
Last Updated : Jun 8, 2024, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.