শিলিগুড়ির নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দেখুন সরাসরি - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 5:46 PM IST

Updated : Apr 21, 2024, 6:14 PM IST

বাংলায় গেরুয়া শিবিরের ঘাঁটি শক্ত করতে তৎপর বিজেপি ৷ পঞ্চায়েত থেকে পৌরসভা হোক কিংবা বিধানসভা থেকে লোকসভা নির্বাচন সবক্ষেত্রের বঙ্গে প্রচারে আসছেন দিল্লির হেভিওয়েট নেতারা ৷ লোকসভা নির্বাচনেও তার অন্যথা হয়নি ৷ আজ মুর্শিদাবাদ ও মালদার পরে শিলিগুড়িতে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া ময়দানে সভা করছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।এক সময়ে শিলিগুড়ি এবং তার আশপাশে পতপত করে উড়ত লাল পতাকা ৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় রাজত্বও ৷ গাঢ় লাল রং এখন ফিকে ৷ সেখানে এখন গেরুয়ার দাপট ৷ কাস্তের শান বদলে দিয়েছে পদ্ম ৷ শুধু যে মাটির রং বদলেছে তা নয়, এক সময়ে বামফ্রন্টের দাপুটে প্রার্থী খগেন মুর্মু, তিনিও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে ৷ তাঁর সমর্থনে আজ সভা ৷ ইন্দো-বাংলা সীমান্ত থেকে খানিকটা দূরে এই গ্রামে তাঁর বক্তব্য থেকে কী বেরিয়ে আসে, সেদিকেই নজর রাখছে আমজনতা, জেলার রাজনৈতিক মহলেরও ৷ 
Last Updated : Apr 21, 2024, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.