'দেখা হয়েছিল তোমাতে-আমাতে কী জানি কী মহালগনে', গানে-কবিতায় মংপুর বাসভবনে রবিবন্দনা - Rabindranath Birth Anniversary - RABINDRANATH BIRTH ANNIVERSARY
🎬 Watch Now: Feature Video
Published : May 8, 2024, 10:54 PM IST
Rabindranath Tagore Birth Anniversary: প্রকৃতির টানে তিনি মংপু ছুটে যেতেন বারংবার ৷ শোনা যায় জীবদ্দশায় রবীন্দ্রনাথের শেষ জন্মদিন পালন হয়েছিল মংপুর এই বাড়িতেই ৷ 1944 সালের মে মাসে রবি ঠাকুরের মংপুর বাসভবনকে 'রবীন্দ্রভবন' বা 'রবীন্দ্র সংগ্রহশালা' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই বাড়িতে বসেই কবি 'ছেলেবেলা', 'নবজাতক', 'জন্মদিন' প্রভৃতি একাধিক কবিতা লিখেছিলেন রবি ঠাকুর। বুধবার মংপুর বাসভবনে পালিত হল কবির 160তম জন্মবার্ষিকী ৷ 1938 থেকে 1940 সালের মধ্যে কবি চারবার মংপু এসেছিলেন বলে জানা যায়। বাড়ির সামনের উন্মুক্ত সবুজ বাগান দেখে কবি লিখেছিলেন 'মংপু পাহাড়ে' কবিতাটি ৷
রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের সহযোগিতায় এদিন রবীন্দ্র জয়ন্তী উদযাপন করেন সিঙ্কোনা গ্রুপের সদস্যারা ৷ পরিসরে ছোট হলেও রবীন্দ্র অনুরাগীদের জন্য এই অনুষ্ঠান ছিল অবারিত দ্বার ৷ স্বাভাবিকভাবেই শিলিগুড়ি থেকে অসংখ্য রবীন্দ্র অনুরাগী এদিনের অনুষ্ঠানের অংশগ্রহণ করেন ৷ স্থানীয় প্রশাসনের তরফে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ জেলা প্রশাসন এবং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশনের তরফে গত দু'বছর ব্য়াপক সাড়া মিলেছিল এই অনুষ্ঠানের ৷ এবছর ভোটের কারণে তাতে কিছুটা ভাটা পড়েছে বলে জানালেন উদ্যোক্তারা ৷