বিপদের হাত থেকে পরিবারকে বাঁচানোর লড়াই, 'শয়তান' ট্রেলার লঞ্চে তারকাদের হাট - Shaitaan trailer launch in Mumbai
🎬 Watch Now: Feature Video
Published : Feb 23, 2024, 3:11 PM IST
Shaitaan trailer launch: বশীকরণ, শব্দটার সঙ্গে অ-প্রাকৃতিক শক্তি জড়িয়ে থাকলেও, আধুনিক সময়ে সেই সংজ্ঞা বদলেছে ৷ বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' ছবিতে বশীকরণকেই প্রেক্ষাপট করে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে চিত্রনাট্য ৷ অজয় দেবগণ, আর মাধবন, জ্যোতিকা অভিনীত এই ছবি ভয়ের নতুন উদাহরণ তৈরি করতে প্রস্তুত ৷ মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানে মধ্যে দিয়ে হয়ে গিয়েছে 'শয়তান' ছবির ট্রেলার লঞ্চ ৷ অজয় দেবগণ জানিয়েছেন, যাঁরা পরিবারকে ভালোবাসেন তাঁরা সবসময় যে কোনও বিপদে প্রিয়জনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বেন ৷ জ্যোতিকা জানান, যেহেতু তিনি নিজে দুই সন্তানের মা, তাই এই ছবিতে সেই আবেগ তুলে ধরতে অসুবিধা হয়নি ৷ অন্যদিকে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে আর মাধবনকে ৷ তিনি বলেন, এখন সবকিছুতেই বশীকরণ রয়েছে ৷ এমনকী সোশাল মিডিয়াও বশীকরণের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির গান 'খুশিয়া বাটর লু' ৷ গানটি বেশ শ্রুতিমধুর ৷ অজয় ও আর মাধবন ছাড়াও জানকি বোদিওয়ালা ও অঙ্গদ মাহলয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ অজয় দেবগণ ছাড়াও ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়ো, প্যানোরমা স্টুডিয়ো-সহ আরও বেশ কয়েকজন ৷ 2023-এ মুক্তি পাওয়া গুজরাতি ছবির রিমেক 'শয়তান' যা মুক্তি পাবে 8 মার্চ ৷