আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল 28টি স্কুলের প্রাক্তনীদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Aug 31, 2024, 9:03 PM IST
আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে শনিবার মিছিল হল কলকাতায় ৷ মিছিলে সামিল হলেন কলকাতার 28টি স্কুলের প্রাক্তনীরা ৷ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ৷ শ্যামবাজারের কিছু আগে মিছিল শেষ হয় ৷ পথনাটিকাও হয় ৷ মিছিল থেকে প্রত্যেকেই নির্যাতিতের সুবিচারের দাবিতে সরব হয়েছে ৷ উল্লেখ্য, আরজি করের ঘটনার পর সারা রাজ্য়ে ক্ষোভ ছড়িয়েছে ৷ কলকাতা-সহ বিভিন্ন জেলাতেই মিছিল হয়েছে ৷ সমাজের বিভিন্ন অংশ মিছিল-সহ নানা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন ৷ এবার 28টি স্কুলের প্রাক্তনীরা একযোগে সামিল হলেন ৷ এর আগেও একাধিকবার একাধিক স্কুলের প্রাক্তনী ও পড়ুয়ারা আলাদা করে মিছিল করেছিলেন ৷