সল্টলেক থেকে লেকটাউন, বুধের রাত দখলে হাজার হাজার মানুষ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Sep 5, 2024, 3:18 PM IST
RG Kar Protest: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা পড়ুয়ার জন্য সুবিচার চেয়ে বুধবার রাতে ফের সল্টলেকের বাসিন্দারা রাস্তায় নামলেন ৷ মোমবাতি জ্বালিয়ে স্লোগান চলল উই ওয়ান্ট জাস্টিস ৷ কখনও রব ওঠে, জাস্টিস ফর আরজি কর ৷ চিকিৎসক পড়ুয়ার বিচারের দাবিতে লেকটাউন ঘড়ির মোড়েও মানুষরা রাস্তায় জমায়েত হন ৷ আরজি করের ঘটনা প্রায় একমাস হতে চলেছে। এখনও প্রকৃত দোষীরা ধরা কেন পড়ল না এই দাবিও ছিল মিছিলে জমায়েত হওয়া মানুষের মধ্যে ৷ তবে আরজি কর-কাণ্ড একসুতোয় বেঁধে দিয়েছে মানুষকে ৷ আট থেকে আশির একটিই কথা জাস্টিস চায় আরজি করের ৷
এদিকে, যাদবপুর, শ্যামবাজার, সাউথ সিটি থেকে কলেজ স্কোয়ারেও এক ছবি ধরা পড়েছে। প্রতিবাদের এই অনন্য ভাষা সত্যি নজিরবিহীন। সকলে একজোট হয়ে সোচ্চার হচ্ছেন প্রতিবাদে। রোজ রোজ নজির গড়ছে এই রাজ্য। চিকিৎসক পড়ুয়ার মৃত্যু যেন সকলের চেতনা জাগ্রত করে দিয়েছে। গোলাপ ফুল আর প্রতীকী মেরুদণ্ড হাতে জুনিয়র ডাক্তারদের অহিংস লালবাজার অভিযানও যেন শহর কলকাতা নতুন আশার আলো সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই ৷ উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ইতিমধ্যেই বাতিল হয়েছে। বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ। সেজন্য গতকাল সন্ধ্যায় সেই খবর সামনে আসার পর হতাশা নেমে আসে বাংলাজুড়ে।