হুল পার্টির জ্বলন্ত শলাকার কোপে হাতির মৃত্যু, ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিল - Elephant Death - ELEPHANT DEATH
🎬 Watch Now: Feature Video
Published : Aug 18, 2024, 8:58 PM IST
হুলা পার্টির জ্বলন্ত শলাকার কোপে হাতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব কুড়মি সমাজ ৷ রবিবার বনমন্ত্রী বীরবাহা হাঁসদার পদত্যাগের দাবি তোলেন তাঁরা ৷ এদিন নতুন বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় হয়ে শহর পরিক্রমা করে পুনরায় নতুন বাস স্ট্যান্ডে প্রতিবাদ মিছিল শেষ হয় ৷ বনমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি ঝাড়গ্রামের ডিএফও-এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলে কুড়মি সমাজ ৷ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব ৷
তিনি বলেন, "স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম শহরে যেভাবে হাতিটিকে মেরে ফেলা হয়েছে তারই প্রতিবাদে এই মিছিল সংঘটিত হয়েছে ৷ হাতি এবং মানুষের জীবন রক্ষায় বনমন্ত্রী ব্যর্থ হয়েছেন ৷ আমরা বনমন্ত্রী বীরবাহা হাঁসদার পদত্যাগের দাবি করছি ৷ ওয়াইল্ডলাইফ প্রোটেকশন আইন অনুযায়ী বনমন্ত্রী এবং ডিএফও-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আমরা ৷"