আরজি কর-কাণ্ডের জের, মেডিক্যাল কলেজের নিরাপত্তার রাশ পুলিশের হাতে - Arambagh Medical College - ARAMBAGH MEDICAL COLLEGE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 24, 2024, 10:52 AM IST
Arambagh Medical College: আরজি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার রাশ নিজের হাতে রাখতে চলেছে পুলিশ ৷ শুক্রবার আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা । হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং-সহ একাধিক পুলিশ আধিকারিকরা । পুলিশ সুপার কৃষাণু রায় বলেন,"কোথাও কোনও নিরাপত্তা ব্যবস্থায় খামতি রয়েছে কি না, তার জন্য এই কর্মসূচি ।"
জানা গিয়েছে, আরজি কর-কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতেই তুলে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে রাজ্য প্রশাসন । নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিকল্পনা করবে পুলিশ । বেশ কয়েকদিন আগে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা থেকে শুরু করে হস্টেল পরিদর্শন করে পুলিশ প্রশাসন । সেদিন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয় । সেই সমস্ত নির্দেশিকা মেনে কাজ হচ্ছে কি না, শুক্রবার তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা । এমনকী রোগীর পরিবারের সদস্যদের অভিযোগও শোনেন তাঁরা ।