সকালে নির্দেশ, দুপুরে এমজেএন মেডিক্যাল কলেজের পুরুষ-মহিলা ওয়ার্ডে পুলিশি টহলদারি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
🎬 Watch Now: Feature Video
Published : Aug 11, 2024, 7:41 PM IST
কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপরতা প্রশাসনের ৷ প্রতিটি ওয়ার্ডে টহলদারি চালাল পুলিশ ৷ আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার 48 ঘণ্টার পরে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য 5 লাখ টাকার অনুমোদন করে জেলা স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি, হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয় ৷ যেখানে বলা হয়, মহিলা ওয়ার্ডে পুরুষদের এবং পুরুষ ওয়ার্ডে মহিলাদের প্রবেশ নিষেধ ৷
সেই নির্দেশ মতো পুলিশের তরফে প্রতিটি ওয়ার্ডে ঢুকে মহিলা এবং পুরুষদের বের করে দেওয়া হল ৷ সেই সঙ্গে হাসপাতালে অবাঞ্ছিত লোকজনের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তেমন কোনও লোকজন নজরে এলে, তাদের বের করে দেওয়া হয় ৷ উল্লেখ্য, এই হাসপাতালেও বেশ কয়েকবার রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এসে চিৎকার করার অভিযোগ উঠেছে ৷ চিকিৎসকদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ৷ এদিন হাসপাতালের কার্ড রয়েছে এমন লোকজনকেই ভিতরে থাকার অনুমতি দেওয়া হয়েছে ৷