রাহুলের বয়সের চেয়েও কম সিট পাবে কংগ্রেস, হুংকার মোদির; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 12, 2024, 12:57 PM IST
|Updated : May 12, 2024, 1:30 PM IST
PM Modi Live: হুগলি লোকসভা এখন হট সিট। একাধিক নেতা-নেত্রীরা রাজনৈতিক প্রচারে আসছেন। রবিবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি কোনওভাবেই এই হুগলি লোকসভাকে হাতছাড়া করতে চাইছে না। তাই জোরকদমে প্রচার করছেন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলিতে মোট দু'টি রাজনৈতিক সভা করছেন নরেন্দ্র মোদি। প্রথমটি হচ্ছে চুঁচুড়ার কোর্ট সামনের ময়দানে ৷ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভায় বক্তব্য রাখছেন মেদি ৷ অন্যটি রয়েছে, পুরশুরায়। চুঁচুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে বিশাল আয়োজন করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের তরফে নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগে থেকেই সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় ৷ চুঁচুড়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : May 12, 2024, 1:30 PM IST